এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়
প্রিয় পাঠক, আপনি কি জানতে চান এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় ?মেছতা দূর করার হোমিও ঔষধ?এই সবকিছু জানতে গেলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। যদি আপনি এই বিষয় সম্পর্কে না জেনে থাকেন তবে আর্টিকেলটি আপনার অনেক উপকারের দিবে। তাই আপনারা এই আর্টিকেলটি না টেনে পড়তে থাকুন এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় এছাড়াও আপনারা মেছতা দূর করার ক্রিম ও ফেসওয়াস এর নাম জানতে পারবেন এবং মেছতা দূর করতে ঘরোয়া পদ্ধতি জানতে পারবেন।
মেছতা হলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় দেখতে অনেকটা খারাপ লাগে। শীতকালে আমাদের অনেকেরই মেছতার সমস্যা হয়ে থাকে। অ্যালোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে ভালো করে মনোযোগ দিয়ে পড়ে আপনারা এ পদ্ধতি অবলম্বন করতে পারেন।
ভূমিকা
এলোভেরা প্রাচীনকাল থেকেই সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে। এখনো অনেকেই আমরা এলোভেরা ব্যবহার করে থাকি। এলোভেরা কে ঘৃতকুমারী বলেও ডাকা হয়ে থাকে ।মেছতা দূর করতে এলোভেরা জেল অনেক উপকারে আসে ।মেছতা শুধু যে মেয়েদের হয় তা নয় পুরুষেরও মেছতা হয়ে থাকে। এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে জেনে আপনারা এটি ব্যবহার করতে পারেন। তাছাড়া ঘরোয়া পদ্ধতিতে আরো অনেক উপায় রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারেন। অনেক রকম ক্রিম ফেসওয়াস এবং হোমিও ঔষধ রয়েছে আপনারা ঘরোয়া পদ্ধতি সাথে সাথে ঔষধ সেবন করতে পারেন।
এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়
এলোভেরা একটি প্রাকৃতিক ভেষক উদ্ভিদ।প্রাচীন কাল থেকে বিভিন্ন চিকিৎসাশাস্ত্রে এলোভেরা কে ব্যবহার করে আসছে। এলোভেরা কে অনেকেই ঘৃতকুমারী বলে চিনে থাকে। এই গাছটা দেখতে সাইডে কাটা যুক্ত। বিশেষ রকমের খনিজ পদার্থ দ্বারা এলোভেরা সমৃদ্ধ ।প্রাচীন কাল থেকে চেহারা সৌন্দর্য এবং শুষ্ক ভাব দূর করতে এলোভেরা ব্যবহার হয়ে আসছে।
এছাড়াও চেহারায় অনেক সময় মেছতা পড়ে যায় তা দেখতে অনেকটা খারাপ লাগে। মেছতা দূর করতে এলোভেরা খুব কার্যকরী একটি প্রাকৃতিক ভেষজ উপাদান। আমাদের দেশের আবহাওয়ার তারতম তার জন্য অনেক মানুষের চেহারায় মেছতা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ৩০ বা ৪০ বছর বয়স থেকে শুরু হয় মেছতা পড়া।
আরো পড়ুন:ওজন কমাতে টক দই খাওয়ার নিয়ম
মেছতা পড়লে চেহারা দেখতে খুব খারাপ দেখায় এবং চেহারায় বয়স্ক ভাব চলে আসে।চলুন তাহলে আমরা জেনে নিই এলোভেরা ব্যবহার করে কিভাবে মেছতা দূর করা যায়।
এলোভেরা জেল ব্যবহার করার জন্য প্রথমে এলোভেরা সংগ্রহ করতে হবে। এলোভেরা থেকে এলোভেরা জেল বের করে নিতে হবে।চেহারার যেই স্থানে মেজতা রয়েছে সেই স্থানে এলোভেরা জেল ভালোভাবে ঘষতে হবে।
- সামান্য পরিমাণ মধু একটি পাত্রে নিয়ে তার সাথে এলোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। চেহারার যে স্থানে মেছতা রয়েছে সেই স্থানে ভালোভাবে লাগিয়ে ১০থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর সম্পূর্ণ মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
- একটি পাত্রে টক দই নিয়ে তার সাথে এলোভেরা জেল মিশে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার চেহারায় যে স্থানে মেস্তা রয়েছে ভালোভাবে পেস্টি লাগিয়ে নিতে হবে এবং ১৫-২০ মিনিট পরে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
- নিয়মিত এলোভেরা ব্যবহার করলে ত্বকের শুষ্কতা ভাব দূর হবে তক হবে উজ্জ্বল ও মসৃণ। মেছতা দূর করতে সময় লাগতে পারে সে ক্ষেত্রে ধৈর্য ধরে আপনারা এলোভেরা ব্যবহার করতে পারেন।
- এলোভেরার উপকারিতা
- এলোভেরা ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হয় ত্বকে মরা কোষ থাকে না।
- ত্বকের আদ্রতা ধরে রাখতে সহায়তা করে।
- ত্বকের কালো দাগ এবং মেছতা দূর করতে সহায়তা করে।
পুরুষের মেছতা দূর করার উপায়
মহিলাদের মেছতা হওয়ার পাশাপাশি পুরুষেরও মেছতা হয়ে থাকে। আমরা অনেকেই মনে করি মহিলাদেরই শুধু মেস্তা হয়। পুরুষের মেছতা বয়সের উপরে এবং তাদের হরমোনের উপরে হয়ে থাকে। কারণ পুরুষেরা বাইরে বিভিন্ন কাজকর্ম করে থাকে তার কারণে হতে পারে কারণ তারা ত্বকের যত্ন করে না সে ক্ষেত্রে মেছতা দেখা দিতে পারে।
তাছাড়া সূর্যের তাপের কারণেও মেছতা হতে পারে। মেছতা হওয়ার প্রধান কারণ হচ্ছে সূর্যের তাপ এবং অপরিচ্ছন্ন ত্বক রাখা। ত্বক যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় তবে মেছতা পড়ে থাকে। তাই পুরুষেরও ত্বকের ওপরে যত্নশীল হওয়া প্রয়োজন। পুরুষের যদি মেছতা হয়ে থাকে তবে তা দূর করতে কিছু ঘরোয়া পদ্ধতিতে অবলম্বন করতে পারেন। ঘরোয়া ভাবে অনেক কিছু দাঁড়ায় মেছতা দূর করা যায়। তাহলে চলুন পুরুষের মেছতা দূর করার উপায় জেনে নি।
আরো পড়ুন:বিটরুট পাউডার এর দাম কত
লেবুর রসলেবুর রস মেছতার জন্য অনেক উপকারী কারণ লেবুর রস রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা কোন ফেসপ্যাক এর সাথে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে মেছতা দূর করতে সহায়তা করবে।
হলুদ ও মধু মেছতার জন্য হলুদ ও মধু অনেক উপকারী উপাদান। হলুদ ও মধুর সাথে যদি সামান্য লেবুর রস মিশিয়ে দেয়া যায় তবে মেছতা দ্রুত ভালো হয়।
ঘরোয়া পদ্ধতিতে মেছতা দূর করার উপায়
আমাদের অনেকেই মেছতাজনিত সমস্যায় ভুগে থাকে। মেছতা তার সমস্যা নারী-পুরুষ উভয়েরই হতে পারে।এ সমস্যাটার জন্য ত্বকের পুরো মুখ কালো কালো দাগ দেখা যায়। যা ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ফলে দেখতে খারাপ লাগে। একবার ত্বকে মেছতা পড়লে তা সহজেই দূর হতে চাই না। অনেকেই মেছতার জন্য ক্রিম ব্যবহার করতে চাই না সে ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন।
ঘরোয়া পদ্ধতি মাধ্যমে আপনি খুব অল্প খরচে মেছতা দূর করতে পারবেন। তাছাড়াও ঘরোয়া পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে আপনার কোন পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় থাকবে না এবং আপনার ঘরে যা রয়েছে তাতেও আপনি সুন্দরভাবে কিছু মেছতা দূর কারি পেস্ট বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে মেছতা দূর করার ঘরোয়া কিছু উপকরণ সম্পর্কে বিস্তারিত জেনে নি।
- মধু আমাদের মানব জীবনের অত্যন্ত উপকারী। মধু আমরা যে কোন বয়সের মানুষ খেয়ে থাকে। মধু সহজে নষ্ট হয় না। আপনি মধু ব্যবহার করে মেছতা দূর করতে পারেন এর মধ্যে এলোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে।
- লেবুর রস কখনোই সরাসরি ত্বকে না লাগিয়ে এর মধ্যে একটু পানি মিশিয়ে ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন ।
- টক দই এর সাথে অ্যালোভেরা জেল ভালো করে পেস্ট করে সেটা সারা মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দেন এরপর ধুয়ে ফেলুন।
- হলুদের সাথে পাঁচ চা চামচ দুধ নিয়ে একটি পেস্ট তৈরি করুন তার সাথে একটু বেসন দেন তাহলে ক্রিমটি ঘন হবে। এই পেস্ট টি পুরো মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর ধুয়ে ফেলুন।
- মুলতানি মাটি মেছতা দূর করতে খুব ভাল উপকারী একটি উপাদান। মুলতানি মাটি ব্যবহারে ত্বকের মরা কোষ পরিষ্কার করে ত্বকে উজ্জ্বল করে। তাছাড়াও ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব চুষে নিয়ে ত্বককে করে মসৃণ।
- চন্দনের গুড়া রূপচর্চায় খুবই জনপ্রিয়। চন্দনের গুরা মুখের মেছতা দূর করতে সহায়তা করে। চন্দনের গুড়ার সাথে লেবুর রস মিশিয়ে একটি পেস্ট করে পুরো মুখে মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
মেছতা দূর করার হোমিও ঔষধ
মেছতা যাদের আছে তারা অনেকেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মেজতা দূর করার সাথে সাথে হোমিও ঔষধ সেবন করতে পারেন। নিয়মিত হোমিও ঔষধ সেবন করলে মেছতা অনেকটাই কমে আসে। তাই আপনাদের যাদের মুখে মেছতা থাকবে তারা ঘরোয়া উপকরণের সাথে সাথে হোমিও ঔষধ সেবন করতে পারেন। মেছতা হোমিও ওষুধ খেলে চিরতরেই কমে যাবে। তবে অবশ্যই হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার পূর্বে কোন একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। তাহলে আসুন জেনে নিন মেছতা দূর করার হোমিও ঔষধ গুলোর নাম।
- সালফার
- এসিড নাইট
- সিলিকা
- গ্রাফাইটিস
- এনটিম ক্রিম
- সাইলিসিয়া
- সিপিয়া
মেছতা দূর করার ক্রিমের নাম
আমাদের অনেকেরই ত্বকের মেছতা হয়ে থাকে। মেছতার কারণে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে। মেজতা দূর করার জন্য অনেক সময় অনেক রকম ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকি আবার অনেকেই মেছতা দূর করা ক্রিম ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতাশীল ডক্টরের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করা যেতে পারে ।বাজারে অনেক রকম ক্রিম রয়েছে তবে ভালো খারাপ দেখে বুঝে ক্রিম নিতে হবে। আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেছতা দূর করার ক্রিম ব্যবহার করতে পারেন। মেছতা দূর করার ক্রিমের নাম নিম্নে উল্লেখ করা হলো
- মেলাডার্ম
- মেলানো ক্রিম
- ট্রাইমেল ক্রিম
- সাধারণ আলফা আরবুটিন ২%+HA
- ক্লিনিক ইভেন বেটার ক্লিনিকাল ডার্ক স্পট সংশোধনকারী
উপরোক্ত ক্রিমগুলোর মূল উপাদান হচ্ছে ফ্লুসিনোলোন, ট্রিটিনয়িনএবং হাইড্রোকুইনোম সে কারনে এই ক্রিমগুলোতে মেছতা দূর করতে সহায়তা করে।
মেছতা দূর করার ক্রিম এর পাশাপাশি আপনারা ফেসওয়াশও ব্যবহার করতে পারেন। ফ্রেশওয়াশ মেছতা দূর করতে অনেক ভালো কাজ করে থাকে। এরকম অনেক ফেসওয়াশ আছে যেগুলো দ্বারা ত্বকের বিভিন্ন রকম দাগ দূর করবে এবং ত্বককে সুস্থ রাখবে।ফেসওয়াশের দ্বারা মেছতা সম্পূর্ণভাবে না কমলেও দাগ দূর করতে অনেকটাই সহায়তা করে। ভালো ফ্রেশওয়াশ নাম দেখে বুঝে সে ফেসওয়াশটাই কিনে ব্যবহার করতে হবে। নিচে কিছু ফেসওয়াস এর নাম দেয়া হলো।
- পেয়ার অয়েল ক্লিয়ার গ্লো
- সিম্পল ফিউরিফায়িং ফেসিয়াল ফেসওয়াস
- ডক্টর জেমস একনে এন্ড ফ্রেকল ফেসিয়াল ফোম ফেসওয়াস
- গার্নিয়ার মেন পাওয়ার হোয়াইট ডবল একশন ফেসওয়াস
লেখকের শেষ কথা
আর্টিকেলে লেখা হয়েছে এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে। অনেকের মেছতা নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে তাই আপনাদের কথা চিন্তা করে এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে আর্টিকেলটি লেখা হয়েছে। আপনারা এথেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে মেছতা দূর করতে ঘরোয়া পদ্ধতির সাথে সাথে বিভিন্ন রকম ক্রিম এবং ফেসওয়াশ রয়েছে যা আপনারা ব্যবহার করতে পারেন মেছতা দূর করার জন্য। তাছাড়াও আপনারা মেছতা দূর করার হোমিও ঔষধ খেতে পারেন কিন্তু এক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে।
আশা করি আমার এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আরো গুরুত্বপূর্ণ নতুন নতুন আর্টিকেল পেতে আমার ওয়েবসাইটটি আপনারা প্রতিনিয়ত ভিজিট করুন। আপনাদের কোন মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনার মূল্যবান সময় দিয়ে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
সাদ বি ডি নীতিমালা; মেনেকমেন্টকরুনপ্রতিটিকমেন্টরিভিউকরাহয়;
comment url